কালকিনি পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ

কালকিনি পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ
মাদারীপুর প্রতিনিধি ঃ
কালকিনি পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসা: তানিয়া ফেরদৌস। আজ বুধবার (২৮আগষ্ট) সকালে ১১টায় তিনি পৌরসভায় যোগদান করেন। পরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব পালনকালীন পৌর এলাকার নাগরিক সুবিধা নিশ্চিত করাসহ এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ, পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দীন সিকদাট পৌর নির্বাহী কর্মকর্তা বাবুল চন্দ্র পাল, সহকারী পৌর প্রকৌশলী রাকিব হাসান, কোষাধক্ষ রনজিৎ সরকারসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পৌরসভায় প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪থ এর ধারা-৪২ক এর উপধারা মোতাবেক পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কর্মকর্তাগণকে তাদের নামের পাশে বর্ণিত পৌরসভার প্রশাসক নিয়োগ প্রদান করা হলো। নিয়োগকৃত প্রশাসকগণ স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৪২(ক) এর উপধারা ৩ মোতাবেক পৌরসভার মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *