মাদারীপুর প্রতিনিধি ঃ
লক্ষ্মীপুরে বন্যার্ত ৩ হাজার পরিবারের জন্য শুকনো খাবান পাঠালো মানবিক মাদারীপুরের ‘মানবিক শিবচর এক্সপ্রেস’ নামে একটি সামাজিক সংগঠন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে শিবচরের বাহাদুরপুর এলাকা ছেড়ে যায় খাবারের ট্রাকটি। এরআগে বিকাল থেকে সংগঠনের কয়েকশ স্বেচ্ছাসেবক খাবারগুলো প্যাকেট করে ট্রাকভর্তি করেন। শুকনো খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানি ও পানিবাহিত রোগের ওষুধও দেয়া হয়।
গত সাতদিন ধরে বিভিন্ন দলে ভাগ হয়ে শিবচর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আর্থিক সহায়তার প্রায় ১৫ লক্ষ টাকা সংগ্রহ করা হয় । নিজেদের মতো করে বন্যার্তদের পাশে দাঁড়াতে পেরে খুশি স্বেচ্ছাসেবকরা।
শিবচর মানবিক এক্সপ্রেস সভাপতি জানান, প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবকদের নেতৃত্বে ত্রাণের জন্য প্রথমে অর্থ সংগ্রহ করা হয়। পরে প্যাকেট করা হয় খাবার। প্রতিটি শুকনো খাবার প্যাকেটে চিড়া, মুড়ি, বিস্কুট, কেক, বিশুদ্ধ খাবার পানি, পানিবাহিত রোগের ওষুধ দেয়া হয়।