অপরাধ সময় ডেক্মঃ আলেম সমাজের হাতে যদি /১০০ কোটি টাকা দিয়ে বলেন, আপনারা বাংলাদেশর অমুক-অমুক খাতে খরচ করে ভাউচারসহ আবার রাষ্ট্রকে বুঝিয়ে দিবেন। আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, এই সম্মানিত মানুষগুলো পাঁচ পয়সা পর্যন্ত রাষ্ট্রকে বুঝিয়ে দিবে। এক পয়সারও দূর্নীতি করবে না— ইনশাআল্লাহ।
আমাদের বাংলাদেশ খুব দ্রুত অর্থনৈতিক স্বচ্ছলতা ফিরে পাবে। ইনশাআল্লাহ। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে সৎ, যোগ্য ও আমানতদার মানুষের বড় অভাব।
ইয়া আল্লাহ্, এই মানুষগুলোর হায়াতে বারাকাহ দান করুন। আমিন।
👉শায়েখ আহমাদুল্লাহ্, চেয়ারম্যান— আস সুন্নাহ্ ফাউন্ডেশন।
👉ডা. শফিকুর রহমান,আমীর— বাংলাদেশ জামায়াতে ইসলামী।
👉 পীর সাহেব চরমোনাই, আমীর– ইসলামী আন্দোলন বাংলাদেশ।আ