“আমাদের হাতে ১০ বছরের জন্যে ছেড়ে দিন তার পর হিসাব করে বুঝিয়ে নিয়েন। ডঃ রফিকুর রহমান

অপরাধ সময় ঃ-” আমাতে আমীর ডঃ শফিকুল ইসলাম বলেন আমাদের হাতে ১০ বছরের জন্যে ছেড়ে দিন তার পর হিসাব করে বুঝিয়ে নিয়েন।
কয়েকটি উল্লেখ যোগ্য কাজ করবো

১- প্রতিটি মানুষের নিরাপত্তা বিধান
২- দুর্নীতিকে জিরো পর্যায় নিয়ে আসব
৩- প্রতিটি মানুষ তার পূর্ন অধিকার অ নির্বিগ্নে ভয়হীন ভাবে চলাফেরা।
৪-দেশ প্রেমের নবজাগরন
৫- শিক্ষা দিক্ষায় অভূতপুর্ব উন্নতি
৬-শিল্পবিপ্লব
৭- প্রতিটি মানুষের জীবন হবে উন্নত মর্যাদাশীল ও মিনিং ফুল।
৮- সুনাগরীক তৈরি।
৯- বিভিন্ন মেশিনারিজ আবিষ্কার করার আপ্রান প্রয়াস থাকবে।
১০- দেশ সেরা দেশ প্রেমিক জ্ঞান বিজ্ঞান আর মূল্যবোধ যারা পারদর্শী তাদের কে নিয়ে পলেসি মেকার টীম তৈরি।
১১-সেনাবাহিনীকে সর্বাধুনিক করে দেশের নিরাপত্তা বিধান করাসহ দেশকে সারা দুনিয়ার সামনে আমরা উন্নায়ন আর মুল্যবোধের মডেল হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *