ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নবগঠিত পরিচালকদের বৈঠক।

অপরাধ সময় ঃ – ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নবগঠিত পরিচালক পর্ষদের ১ম সভা ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে ০৪ সেপ্টেম্বর বুধবার ব্যাংকের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ব্যাংকের চেয়ারম্যান নতুন পরিচালনা পর্ষদ গঠনের পটভূমি তুলে ধরে দৃঢ় আশাবাদ প্রকাশ করেন যে, দেশের ব্যাংকিং সেক্টরে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শীঘ্রই ঘুরে দাঁড়াবে এবং দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবে।

তিনি বলেন, বর্তমান পরিচালক পর্ষদ ব্যাংকের বিশ লক্ষাধিক গ্রাহকসহ সকল স্টেকহোল্ডারের সঙ্গত স্বার্থ সমুন্নত করার লক্ষ্যে ইতোমধ্যে নিবিড়ভাবে কাজ শুরু করেছে। শরীয়াহর নীতিমালা পরিপালন, নৈতিক ব্যাংকিং-এর আচরণরীতি অনুসরণ, সংকুলানমূলক গ্রাহকসেবা নিশ্চিতকরণ ও বঞ্চিত মানুষের দোরগোড়ায় ব্যাংকিং কার্যক্রমের সুফল পৌছানোর জন্য তিনি সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে অবদান রাখতে ব্যাংকের সকল জনশক্তির প্রতি আহবান জানান। মহান আল্লাহর রহমত ও জনসমর্থন নিয়ে নতুন নেতৃত্বে ব্যাংকের সার্বিক কার্যক্রমে দ্রুত উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় মোঃ আজিজুর রহমানকে ভাইস চেয়ারম্যান, মোঃ আবদুল কুদ্দুছকে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, মোঃ সাইফুল আলমকে রিস্ক কমিটির চেয়ারম্যান এবং মোঃ রাগিব আহসানকে অডিট কমিটির চেয়ারম্যান করে বিভিন্ন কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *