টাঙ্গাইলের প্রতিমা বিসর্জনে একজন মৃত ৪জন আহত 


K.
মো,শাহ্ আলম কালিহাতী ,টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ঝিনাই নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুই নৌকা সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে।  

রবিবার (১৩ সেপ্টেম্বর)  সন্ধা ৫ টার দিকে কালিহাতী পুরাতন থানা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

জেলার কালিহাতি উপজেলার দক্ষিণ বেতডোবা গ্রামের বিষ্ণু পালের ছেলে নিহত ওই কিশোরের নাম অপু পাল (১২)।

এবিষয কালিহাতী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ( ওসি)  আবুল কালাম ভূঁইয়া বলেন, প্রতি বছরের মতো এবারো প্রতিমা বিসর্জ্জন দেওয়ার আগ মুহুর্তে বিভিন্ন নৌকা নিয়ে এলাকাবাসী ভ্রমণ করে থাকে। 

আনুমানিক সাড়ে চারটা ৫টার  দিকে নৌকার স্পিড বেশি থাকার ফলে দুইটি নৌকা সংঘর্ষ হয় এতে অপুসহ কয়েকজন আহত হয়।

স্থানীয়দের সহযোগীতায় পুলিশ আহতদের কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক অপু পালকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান,আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপদেষ্টা : এ, টি, এম, মমতাজুল করিম, প্রতিষ্ঠাতা সভাপতি- বাংলাদেশ ছাত্র পরিষদ।

সম্পাদক ও প্রকাশক : এস এম শাহাবুল ইসলাম সুমন,

নির্বাহী সম্পাদক: এরশাদুল হক দুলাল।

সাগুপ্তা ডি লরেল, ১/২/বি, কমলাপুর বাজার  রোড, মতিঝিল, ঢাকা-১২১৭।

মোবাইল : ০১৭৫৪-৬৬৩৪৪৪।

ইমেইল : ‍aporadhsomoy2021@gmail.com

Categories