আওয়ামী লীগের প্রেতাত্মা দূর্নীতির বরপুত্র বি আর টি সির ঢাকা ট্রাক ডিপোর ম‍্যানেজার মাসুদ তালুকদার

এবি সিদ্দীক ভূইঁয়া :আওয়ামী লীগের প্রেতাত্মা দূর্নীতির বরপুত্র বি আর টি সির ঢাকা ট্রাক ডিপোর ম‍্যানেজার মাসুদ তালুকদার।বিআরটিসির চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন,বরাবর অভিযোগ দিয়েও সুরাহা পায়নি চালকরা। বতর্মানেও আন্দোলন করতেছে চালকরা।অথচ অদৃশ্য শক্তির বলে বহাল তবিয়তে রয়েছেন এ কর্মকর্তা। ছাত্র জনতার আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আন্দোলনকারীদের বিরুদ্ধে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন বলে অভিযোগ! থাকা সত্ত্বেও
রয়েছে বহাল তবিয়তে।সরকারের বিভিন্ন দপ্তরে থাকা আওয়ামীলীগের অনুসারীদের সাথে গভীর ষড়যন্ত্রের জাল বুনছেন এ কর্মকর্তা।যারা বতর্মান সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের জাল বুনছেন তাদের মধ্যে তিনি অন্যতম।চাকুরি হয়েছে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কোটায়।তাই আওয়ামী লীগের প্রতি টান থাকাটাই সাভাবিক।
কর্মস্থলে বসে অবৈধভাবে ঘুষ নেয়া তার পেশা এবং নেশায় পরিণত হয়েছে।আওয়ামী লীগের প্রেতাত্মা বতর্মানেও ছাত্র জনতার মহান উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করার জন্য এখনো সক্রিয় রয়েছেন।

সুত্রে জানাযায়,ঢাকার ট্রাক ডিপোর সকল চালক দের অনুরোধ করে জানানো হয় সতর্কতার সাথে চোখ কান খোলা রাখুন আর তালুকদারের ভেলকি বাজী
দেখুন। আন্দোলন এখন ও শেষ হয়নি। তালুকদার ঢাকা ট্রাক ডিপোতে থাকার জন্য যা যা করনীয় তা তিনি করে যাচ্ছে। কিন্তু তালুকদারের বিদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এখনও অনেক গোপন সংবাদের ভিত্তিতে গুজব ও মিথ্যাচার বা প্রোপাগান্ডা চালাচ্ছে সবাই কে সজাগ থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।জয় আপনাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ এ কথা বলছেন সাধারণ চালকরা।
অন্য এদিকে জানাযায়, ঢাকা ট্রাক ডিপোর সকল চালকদের সবাই কে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন কে বেগবান করতে শ্রমিক কর্মচারীদের সহয়োগীতা করুন আপনারা আমার ভাই আমরা আমাদের ভাই । কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়। কেউ ভুল বোঝাবুঝি করবেন না।আর তালুকদারের ফাঁদে কেউ পা দিবেন না। তালুকদার কে বিতারিত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে।ঐ হায়েনার ক্ষমা নেই। সবাই কে সতর্কতার সাথে চোখ কান খোলা রাখুন আর তালুকদারের ভেলকি বাজী দেখুন। জয় আপনাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ। একথা বলছিলেন গতকাল
শুক্রবার ২৮/১১/২০২৫ ইং তারিখে সকাল ০৯ ঘটিকা সময়। এদিন সকল শ্রমিক কর্মচারীদের উপস্থিত থেকে তালুকদারের বিরুদ্ধে অবরোধ অবস্থান কর্মসূচি পালন করেন ।এ সময় ট্রাক চালকরা স্লোগান দেন দুর্নীতিবাজ তালুকদারের ঢাকা ট্রাক ডিপোতে ঠাঁয় নাই। শ্রমিক কর্মচারীদের জয় সুনিশ্চিত ইনশাআল্লাহ

তার নিজ এলাকায় একাধিক ব‍্যক্তি নাম না প্রকাশ করার শর্তে বলেন, আওয়ামী লীগের রাজনীত সাথে জড়িত তার পরিবার।
ছাত্র অবস্থায় আওয়ামী লীগের ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন । তার বিরুদ্ধে যে অভিযোগ সেটা সত্য।একথা গুলো তার নিজ এলাকায় বিভিন্ন ব‍্যক্তির কাছ থেকে জানাযায়। আওয়ামী লীগে বড় নেতাদের সাথে বতর্মানে ও কথা হয়।

এ বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড.ইফতেখারুজ্জামান বলেন,
সরকারের বিভিন্ন দপ্তরের দুর্নীতি রয়েছে তার ভিতরে পরিবহন ক্ষাত অন্যতম।তাহার সাথে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।অবৈধভাবে টাকা উত্তোলন এটি কোন ছোট্ট অপরাধ নয়।দুর্নীতি কখনো ছোট বড় নয় দুর্নীতি তো দুর্নীতিই সেটি যেমনই হোক। ছোট ছোট দুর্নীতি থেকেই বড় বড় দুর্নীতির জন্ম দেয়। দুদক আগের চেয়ে ভালো কাজ করছে এতে কোনো সন্দেহ নেই। দুদকের দুর্নীতির বিষয়ে আর বিশদ অনুসন্ধান প্রয়োজন। একইসঙ্গে দুদকের জনবলেরও ঘাটতি রয়েছে সেগুলোর সমাধান প্রয়োজন। কেননা যে তুলনায় দুর্নীতির অভিযোগ আসে সেই তুলনায় দুদক অনুসন্ধান করতে পারে না। যদি সকল দুর্নীতি দুদক অনুসন্ধান করতে পারতো তাহলে দুর্নীতি অনেকাংশে কমে আসত। তবে আমরা আশাবাদী দুর্নীতিবাজদের শিকড় উপড়ে ফেলা সম্ভব সেটি একদিন হবেই।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান
বলেন,আমরা অনেক দুর্নীতিবাজদের বিরুদ্ধে অনুসন্ধান করছি। সরকারের বিভিন্ন দপ্তরের বসে নানা দুর্নীতি করতেছে।পরিবহন ক্ষাতে দুর্নীতি রয়েছে।তাহার সাথে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে কি না জানা নেই ।
অভিযোগ পেয়েছি সেটা তদন্তের মাধ্যমে আইন আনুগব‍‍্যবস্থা গ্রহন করা হবে। যারাই অপরাধ করুক না কেন আমাদের অনুসন্ধানে যদি কোনোভাবে প্রমাণিত হয়।তবে আমরা তাদের বিরুদ্ধে মামলা করব এবং প্রয়োজনীয় যত ব্যবস্থা আছে তা নেব।কোনো দুর্নীতিবাজকে ছাড় দেওয়া হবে না।

বি আর টি সির চেয়ারম্যান বলেন, অভিযোগ পেয়েছি অভিযোগ গুলো তদন্তের জন্য নির্দেশ দিয়েছি তদন্তের
মাধ্যমে প্রমাণিত হলে আইনের আওতায় এনে বিচারের ব‍্যবস্থা করা হবে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *