শফিউল মঞ্জুর ফরিদঃ গত ২৫শে মে বৃহস্পতিবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে মধ্য দিয়ে শেষ হলো গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। ঐ দিন দিবাগত রাত দেড়টায় রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলামে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। স্বতন্ত্রপ্রার্থী জায়েদা খাতুন টেবিল ঘড়ি প্রতীক নিয়ে দুই লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।
উক্ত সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন এর মধ্যে যারা নির্বাচিত হয়েছেন ১ নং ওয়ার্ডের আব্দুস সালাম আহমেদ, ২ নং ওয়ার্ডের মনির হোসেন, ৩ নং ওয়ার্ডের শাহিন মোল্লা, ৪ নং ওয়ার্ডের কাজী আতাউর, ৫ নং ওয়ার্ডের দবীর সরকার, ৬ নং ওয়ার্ডের আসাদুজ্জামান তুলা, ৭ নং ওয়ার্ডের কাউসার আহমেদ, ৮ নং ওয়ার্ডের সেলিম রহমান, ৯ নং ওয়ার্ডের শফিকুল আলম (তপন), ১০ নং ওয়ার্ডের খলিলুর রহমান, ১১ নং ওয়ার্ডের সনজিৎ বাবু, ১২ নং ওয়ার্ডের আব্বাস উদ্দীন খোকন, ১৩ নং ওয়ার্ডের খোরশেদ আলম সরকার, ১৪ নং ওয়ার্ডের মো: আলতাব, ১৫ নং ওয়ার্ডের ফয়সাল আহমেদ, ১৬ নং ওয়ার্ডের আবু সাঈদ মন্ডল, ১৭ নং ওয়ার্ডের মো: রফিক, ১৮ নং ওয়ার্ডের কাদের মন্ডল, ১৯ নং ওয়ার্ডের শাহীন আলম, ২০ নং ওয়ার্ডের মো: শহীদ মেম্বার, ২১ নং ওয়ার্ডের দেলোয়ার হোসেন বাদল, ২২ নং ওয়ার্ডের মো: হাসান, ২৩ নং ওয়ার্ডের খোরশেদ আলম রিপন, ২৪ নং ওয়ার্ডের শিপু, ২৫ নং ওয়ার্ডের মজিবুর রহমান, ২৬ নং ওয়ার্ডের হান্নু মিয়া হান্নান, ২৭ নং ওয়ার্ডের জবে উদ্দিন জবে, ২৮ নং ওয়ার্ডের হাসান আজমল, ২৯ নং ওয়ার্ডের শাহজাহান সাজু, ৩০ নং ওয়ার্ডের আনোয়ার হোসেন, ৩১ নং ওয়ার্ডের আলমাস, ৩২ নং ওয়ার্ডের রফিকুল ইসলাম, ৩৩ নং ওয়ার্ডের মিজানুর রহমান, ৩৪ নং ওয়ার্ডের জাহাঙ্গীর আলম, ৩৫ নং ওয়ার্ডের মো: কাজল, ৩৬ নং ওয়ার্ডের ইকবাল মোল্লা, ৩৭ নং ওয়ার্ডের রাশেদুজ্জামান জুয়েল, ৩৮ নং ওয়ার্ডের হাজী মনিরুজ্জামান, ৩৯ নং ওয়ার্ডের মো: বিল্লাল, ৪০ নং ওয়ার্ডের নজরুল ইসলাম, ৪১ নং ওয়ার্ডের আমজাদ মোল্লা, ৪২ নং ওয়ার্ডের সুলতান আহমেদ, ৪৩ নং ওয়ার্ডের মো: রাসেল, ৪৪ নং ওয়ার্ডের মাজহারুল ইসলাম দিপু, ৪৫ নং ওয়ার্ডের মো: রিপন, ৪৬ নং ওয়ার্ডের নূরুল ইসলাম নূরু, ৪৭ নং ওয়ার্ডের হেলাল উদ্দিন, ৪৮ নং ওয়ার্ডের সফিউদ্দিন, ৪৯ নং ওয়ার্ডের আমির হামজা, ৫০ নং ওয়ার্ডের আবু বক্কর সিদ্দিক, ৫১ নং ওয়ার্ডের আমজাদ, ৫২ নং ওয়ার্ডের জাহাঙ্গীর, ৫৩ নং ওয়ার্ডের সোলায়মান হায়দার, ৫৪ নং ওয়ার্ডের বিল্লাল হোসেন মোল্লা, ৫৫ নং ওয়ার্ডের আবুল হাশেম, ৫৬ নং ওয়ার্ডের আবুল হোসেন ও ৫৭ নং ওয়ার্ডের গিয়াসউদ্দিন। এছাড়া ৪৯, ৫০ ও ৫১ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত মহিলা কাউন্সিলর সেলিনা কাদের আনারস প্রতিক নিয়ে জয় লাভ করেছেন।