আবাসিক হোটেল শিখড়ে দেহ ব্যবসার অভিযোগ-প্রসাশন নিরব **

স্টাফ রিপোর্টার: মোহাম্মদ সজীব
দৈনিক অপরাধ সময়

রাজধানীর মালিবাগ এলাকায় আবাসিক হোটেলের আড়ালে চলছে দেহ ব্যবসা—এমন অভিযোগে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ‘শিকড় আবাসিক হোটেল’কে কেন্দ্র করে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন, দীর্ঘদিন ধরে গোপনে অনৈতিক কার্যক্রম পরিচালিত হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, হোটেলটির নামে রুম বুক করে নিয়মিত দেহ ব্যবসা পরিচালিত হয়। এমনকি স্কুল–কলেজের শিক্ষার্থীরাও এখানে রুম নিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর দাবি, পর্যাপ্ত নজরদারি না থাকায় আবাসিক হোটেলগুলো ধীরে ধীরে অপরাধীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হচ্ছে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন—এভাবে চলতে থাকলে এসব হোটেল ভবিষ্যতে মাদক ব্যবসা ও বড় অপরাধচক্রের ঘাঁটি হয়ে উঠতে পারে।

অভিযোগ রয়েছে, শিকড় আবাসিক হোটেলের ম্যানেজার সাংবাদিকদের হুমকি দিয়ে জানিয়েছেন—প্রশাসনের কিছু কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করেই তারা নির্বিঘ্নে হোটেল পরিচালনা করছেন। তবে এই বিষয়ে প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সুশীল সমাজ বলছে, “নগরীতে নিরাপত্তাহীনতার বড় কারণ হচ্ছে এ ধরনের অনিয়ন্ত্রিত আবাসিক হোটেল। অবিলম্বে কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা নিতে হবে।”

এলাকাবাসী দ্রুত এহেন অনৈতিক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *