নোয়াখালীতে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ মামলায় যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদন: নোয়াখালীতে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. রবিউল ইসলাম মিলনকে (৩৪) গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার (০৮ জুন) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।


গ্রেফতার রবিউল ইসলাম মিলন নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নাজিরনগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
জানা যায়, ২০০৯ সালে রবিউল ইসলাম মিলন ও তার সহযোগীরা এক কিশোরীকে পরিকল্পিতভাবে অপহরণ করে এবং সবাই মিলে ওই কিশোরীকে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে সেনবাগ থানায় অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত মো. রবিউল ইসলাম মিলনসহ আরও ২ আসামিকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। গ্রেফতার এড়াতে মিলন দীর্ঘদিন পলাতক ছিল।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য সেনবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *