আফগান সিরিজে বৃষ্টির সম্ভাবনা

খেলাধুলা:ঢাকা টেস্টে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহে প্রায় প্রতিদিনই হানা দেবে বৃষ্টি। তবে স্বস্তির বিষয়, মিরপুরের ড্রেনেজ ব্যবস্থা অত্যাধুনিক। সোমবার (১২ জুন) প্রায় আড়াই ঘণ্টার টানা বৃষ্টি শেষে মাঠ প্রস্তুত হয়ে যায় ঘণ্টাখানেকের মধ্যেই। তাই বৃষ্টির সম্ভাবনা থাকলেও, ঢাকা টেস্ট মাঠে গড়ানো নিয়ে নেই কোনো শঙ্কা।

বৃষ্টিতে সজীবতা বাড়ে পরিবেশের, কিন্তু তাতে মাঠের হয় বেহাল দশা। কিন্তু শেরেবাংলার মাঠ যে ব্যতিক্রম। ড্রেনেজ ব্যবস্থায় বিশ্বের সবচেয়ে উন্নত মাঠগুলোর একটি শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম। কিন্তু প্রশ্ন উঠতে পারে কতটা। হিসাব বলছে, এখানে দুই ঘণ্টা টানা বৃষ্টির হলেও মাঠে ম্যাচের জন্য প্রস্তুত করতে সময় লাগে এক ঘণ্টার কম। এর আগেও অনেক আন্তর্জাতিক ম্যাচে পাওয়া গেছে যার প্রমাণ।

বাংলাদেশ আফগানিস্তান ঢাকা টেস্টেও আছে বৃষ্টির চোখ রাঙানি। অন্তত চলতি সপ্তাহের পুরোটাই থাকবে মেঘ-রোদ-বৃষ্টির খেলা। প্রশ্ন তবে তাতে কতটুকু ম্যাচ নিয়ে আছে শঙ্কা। উত্তরটা বোধ হয় এতক্ষণে জানা হয়ে গেছে সবারই। অর্থাৎ যতই বৃষ্টি হোক, বৃষ্টি যদি থামে খেলা হবে প্রতিদিনই।


যার প্রতিটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশে দুই চ্যানেল টি-স্পোর্টস ও গাজী টিভি। এ ছাড়া ভারতে অবস্থানকারী দর্শকরা দেখতে পারবে ফ্যানকোডের মাধ্যমে। আর আফগানিস্তানের দশর্করা সবকটি ম্যাচ উপভোগ করার সুযোগ পাচ্ছে আরটিএ স্পোর্টসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *