নিজস্ব প্রতিবেদন: দিনাজপুরে স্ত্রীকে হত্যার ১৮ বছর পর অভিযুক্ত স্বামী ওয়াসিম আলী দুলালকে নাটোর থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (১৭ জুলাই) সকালে অভিযুক্ত ওয়াসিম আলী দুলালকে দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।
এর আগে শুক্রবার (১৬ জুন) রাতে নাটোর সদর উপজেলার একডালা এলাকা থেকে ওয়াসিম আলী দুলালকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব-০৫ এর নাটোর ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুরের বিরামপুর উপজেলার ক্যাটারার গ্রামের অভিযুক্ত ওয়াসিম আলী ২০০৫ সালের ২ মে পারিবারিক কলহে তার স্ত্রী দিল জাহানারাকে হত্যা করে ঘরে মরদেহ ঝুলিয়ে রাখে। এ ঘটনায় ওইদিন বিরামপুর থানায় অপমৃত্যু মামলা হয়। তদন্তের পরিপ্রেক্ষিতে বিরামপুর থানার তৎকালীন উপপরিদর্শক আশরাফুল আলী তালুকদার বাদী হয়ে ২০০৫ সালের ০৩ জুলাই ওয়াসিম আলী দুলালকে অভিযুক্ত করে থানায় হত্যা মামলা করেন।
এরপর থেকে অভিযুক্ত ওয়াসিম আলী দুলাল পলাতক ছিলেন। র্যাব-০৫ এর নাটোর ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৬ জুন) রাতে নাটোর সদর উপজেলার এক ডালা এলাকা থেকে ওয়াসিম আলী দুলালকে গ্রেফতার করে।