মহাকাশে ফুটেছে জিনিয়া ফুল!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:প্রাণের অস্তিত্ব আছে বলেই পৃথিবী এত সুন্দর। গড়ে উঠেছে শৃঙ্খলিত এক বাস্তুসংস্থান। মাটি, বায়ু, পানির সংস্পর্শে প্রতিনিয়ত ঘটছে প্রাণের উদ্ভাবন। কিন্তু আকাশের সীমায় প্রাণের উদ্ভব অনেকটা বিস্ময়কর। এমনই ঘটনা ঘটেছে মহাকাশ স্টেশনে।

সেখানে ফুটেছে চমৎকার একটি ফুল, যা দেখে অবাক হয়েছে পুরো পৃথিবী।


সম্প্রতি ইনস্ট্রাগ্রামে একটি জিনিয়া ফুলের ছবি শেয়ার করেছে মার্কিন প্রতিষ্ঠান ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)। উজ্জ্বল সেই ফুলের ছবি দেখে মুগ্ধ হয়েছেন সবাই। হালকা কমলা পাঁপড়িগুলোর নেপথ্যে পৃথিবীর আভাসও রয়েছে ফুলটিতে।
কীভাবে সেখানে এই ফুল ফুটেছে, এ নিয়ে কৌতুহলের যেন শেষ নেই নেটিজেনদের। পৃথিবীর বাইরে উদ্ভিদের এমন বিকাশের প্রক্রিয়া জানতে চেয়েছেন অনেকেই।

নাসা জানিয়েছে, গত শতকের ষাটের দশক থেকেই মহাকাশের ফুল ফোটানোর স্বপ্ন দেখতেন মহাকাশবিজ্ঞানীরা। সেই গবেষণা স্বার্থকতার মুখ দেখতে শুরু করেছে। 

এ প্রসঙ্গে নাসা আরও জানিয়েছে,  মহাকাশ-বাগান শুধু সৌন্দর্য আর সমারোহ দেখার জন্যই নয়। পৃথিবীর বাইরে কক্ষপথে কীভাবে উদ্ভিদরা বেড়ে ওঠে তা নিয়ে গবেষণারও অংশ এটি।

এর মাধ্যমে পৃথিবীতে শস্য উৎপাদনের বিষয়টিকে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করা যাবে বলেও মনে করছে নাসা।
এ থেকে চাঁদ, মঙ্গল বা অন্য কোন গ্রহে যাত্রায় টাটকা খাদ্যের জন্য ফসল উৎপাদনের সম্ভাবনা থাকছে অনেক বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *