Inocop Group এর সহযোগী প্রতিষ্ঠান eGmart. এটি একটি অনলাইন শপিং মল

ডেক্স রিপোর্ট ঃ

দেশের সেরা অনলাইন শপিং মল এই স্লোগান কে সামনে রেখে ইজিমার্ট এর যাত্রা শুরু হয়েছে, গ্রাহক তার সকল প্রয়োজনীয় পন্য যে কোন সময় অর্ডার করতে পারবেন, ইজিমার্ট এর দক্ষ ডেলিভারী ম্যান পন্য পৌছে দিবে আপনার ঘরে।
চাল,ডাল তেল সহ সকল গ্রসারি পন্য, ফ্যাশন, কসমেটিকস, ইলেকট্রনিক্স,ফুড প্রডাক্ট সহ প্রায় ৫০০ওর বেশি প্রোডাক্ট রয়েছে এখানে। তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে সহজ দ্রব্য এবং সহজ উপায়ে এখানকার অনলাইন শপিং মলে গ্রাহক নির্দ্বিধায় পণ্য কেনাকাটা করতে পারে। এসব নিয়ে বেশ কিছু গ্রাহকদের সাথে কথা বলে জানা যায় বিশ্বের বিভিন্ন দেশে অনলাইন ভিত্তিক মার্কেট ব্যবস্থা খুব বেশি প্রচলিত থাকলেও তুলনামূলকভাবে বাংলাদেশ এর প্রচলন খুব একটা বেশি না।
বাংলাদেশ বেশ কয়েকটা জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস এরমধ্যে ইজি মার্ট বাংলাদেশের বাজারে নতুন সংযোজন স্থাপন করেছে। এবং এখান থেকে পন্য কিনে আমরা সন্তুষ্ট । এবং খুব সহজেই এই ইজি মাট থেকে পণ্য কেনা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *